এক তাক স্বপ্ন
-দেসা মিশ্র
প্রতি মুহূর্তে জীবন আঁকে ব্যস্ততা,
কি ভীষণ ভাবে তুমি আমি আমরা জড়িয়ে গেছি হাজার সুতোর বাঁধনে,
সূর্য তারার লুকোচুরিতে বর্ষের নতুন পাতা কি ভীষণ সবুজ।
আনন্দগুলো স্মৃতির কৌটোতে রেখেছি বন্ধ, তা তো অসুখের ওষুধ।
পেরিয়ে এসেছি সমস্যার পাহাড়, পেরিয়েছি একাকীত্বের পারাবার,
অবহেলার আগুন জীবনকে চিনিয়েছে হাত ধরে।
তারই মাঝে মাঝে সোনালী চিল হয়ে কবিতার মেঘে ডানা মেলেছি।
শিকলের বাঁধন পা দুটি রক্তাক্ত হয়েছে বারে বারে, তবু মন ছুটে গেছে প্রজাপতি হয়ে-
রামধনু থেকে স্নান করে সে রঙিন হয়েছে।
বাস্তবের রক্ত কে সে তার কল্পনার সূর্য করেছে, তুলির লাল রং – পৃথিবীর বুকের রঙিন ছবি।
কিছু ইচ্ছেরা আজও নীরবে বাসা বাঁধে, – ঝুল মাখা।
আজও শ্বাস নেয় খোলা জানালার মোর্চার পিঠে, -দীর্ঘশ্বাস, বাঁচতে চায় খুব ।
প্রতিটি দিন নতুন অস্ত্র নতুন যুদ্ধ চেতনে বা অবচেতনে।
তবু দিন শেষে আবারো পণ করি – আগামীর ঝোলা খানি পূর্ন হোক রঙিন হোক, যুদ্ধে জয়ী হব ঠিক। আমার কিছু সুখ তোমার নামে থাক, এক মুঠো অন্ন তোমারও।
এক তাক স্বপ্ন এখনো তোলা আছে, সত্যের মন্ত্র ছুঁইয়ে ছুঁইয়ে তাদের প্রাণ দেবো কোনো এক দিন -নতুন বছরের প্রতিজ্ঞা যা আমার।