কবিতা

কবিতা- শেষ অব্দি তুমি

শেষ অব্দি তুমি
-উজ্জ্বল দাস

আজকে আবার ইচ্ছে করে নতুন করে প্রেম করি।
ভালোবাসার শহরকটাকে আজ-
নতুন করে জড়িয়ে ধরি।
এই শহরেই প্রথম প্রেম আর প্রথম বিচ্ছেদ,
এই শহরেই সম্পর্কদের প্রথম ব্যবচ্ছেদ।

এই শহরেই তোমার চোখে প্রথম দেখা রং
এই শহরেই প্রথম দেখা শীতের ভেজা ঢঙ।
এই শহরেই জানতে চাওয়া প্রথম তোমার নাম
এই শহরেই পূর্ণ হওয়া প্রথম মনস্কাম।

এই শহরেই হাত বাড়িয়ে হাতের তালু ছোঁয়া
এই শহরেই কৃষ্ণচূড়ার ডালটা ভিজে নোয়া,
এই শহরেই প্রথম বারের তোমায় ছুঁতে চাওয়া
এই শহরেই সেই ঘটনার সাক্ষী দমকা হাওয়া।

নগর ভেজা সকাল বেলায়, ঠোঁট ছুঁয়ে যায় চা পেয়ালায়-
শীতের বেলায় রোদ্দুর এসে বসে।
ভিজে আকাশ আজ সারাদিন , চোখও যেন নতুন রঙ্গিন
এমন কদিন পাই বা বারো মাসে!!

এই শহরেই আজ রাতদিন অনেক গপ্পো হবে
নন্দন বা ভিক্টোরিয়া গড়ের মাঠের পাশে

মিষ্টি করে বলবে তোমায় এসে,
ভীষণ ভালোবেসে।।
“এখনো তোমায় ভালোবাসি আমি
কিন্তু আমি আর কাঁদি না, ঘুচেছে পাগলামি।।”

Loading

2 Comments

Leave a Reply to রীণা চ্যাটার্জীCancel reply

<p>You cannot copy content of this page</p>