কবিতা

কবিতা- হারিয়ে যায়

হারিয়ে যায়
-সুমিত মোদক

এক বুক অভিমান নিয়ে সেই যে মানুষটা
হারিয়ে গেল,
আজও কোনও খোঁজ নেই;
কোন খোঁজ থাকে না হারিয়ে যাওয়া মানুষদের
এই দেশে;

এই দেশ সনাতন পরম্পরার দেশ;
এই দেশ কৃষ্টি-সংষ্কৃতির দেশ;
অথচ, এদেশের মানুষ গুলো ভুলতে বসেছি
নিজস্ব ইতিহাস ঐতিহ্য;
সে কারণে সরলতার কোন মূল্য নেই;
সততার কোন মূল্য নেই এ সময়ে;

মানুষটা চেয়ে ছিল তার পরম্পরা নিয়ে বাঁচবে;
মানুষটা চেয়ে ছিল তার কৃষ্টি-সংস্কৃতি নিয়ে বাঁচবে;
আর সেখানেই যত গন্ডগোল ….
এখন এ সভ্যতার মানুষগুলোর কাছে
বড় যে বেমানান;
বড় যে পীড়াদায়ক;
যেখানে অন্যকে ঠকিয়ে নিজের আখের গোছাতে ব্যস্ত;
একে অপরকে টেনে হিঁচড়ে নিচে নামিয়ে আনার প্রতিযোগিতা ….
সেখানে কিভাবে শ্রেষ্ঠত্বের মন্ত্র দেবে!
কিভাবে দেখাবে মুক্তির পথ!

যে পথ দিয়ে সে হেঁটে এসে ছিল
সে পথ দিয়ে চলে গেছে অচিনপুরের দিকে;
সেদিন তখনও গোধূলির আলো ঘিরে ধরেনি চরাচর;
মানুষটা মেঠো পথ ধরে সম্প্রীতির গান
গাইতে গাইতে এগিয়ে চলল দিগন্ত রেখার দিকে
আলোর উৎস সন্ধানে;
হঠাৎ করে কিছু মানুষ রে রে করে উঠল;
বলল –– এসব গান এখানে চলবেনা;
এখানে ধর্মে ধর্মে বিভেদের সুর বাজে;
সেই সুরে সকলেই করেকম্মে খায়;
আর তুমি কিনা ….
মানুষটা কোনোদিনের জন্য বুঝতে পারলো না
কিভাবে বিদ্বেষ রুটি রুজি হতে পারে!
কিভাবে ধর্ম আফিম হতে পারে!

যে মানুষটা আলোর সন্ধানে নেমে পড়ে ছিল;
যে মানুষটা মুঠো মুঠো আলো ছড়িয়ে দিতে চেয়ে ছিল
এ অমাবস্যার রাতে,
সে মানুষটা একবুক অভিমান নিয়ে
হারিয়ে গেল;
হারিয়ে যায় ….
এ দেশ সে খবর রাখে না কোনোদিন।

Loading

2 Comments

Leave a Reply to AnonymousCancel reply

<p>You cannot copy content of this page</p>