প্রেমাবর্তন
-তাপসী শতপথী
তোমার সঙ্গে পরিচয় হয়েছিল যেদিন,
সূর্যের শেষ অস্তরাগে রাঙিয়ে দিয়েছিলাম তোমার হৃদয়।
ভৈরবী রাগে তুলেছিলাম ভালোবাসার গান!
সন্ধ্যারাগে বেঁধেছিলাম
তোমার এলো চুলের বেনী।
সারারাত ধরে গল্প বুঝেছিলাম
তোমার স্বপ্ন নীড়ে! সে গল্প কি শেষ হয়,হতে পারে!
সে গল্প তো শ্রাবণ ধারার মতো্
মিশে যায় তোমার নীল হৃদয়ে!
মৃত্যু নীলে লীন হয় সমস্ত সুখ আর অবাধ্য চাওয়াগুলো।
অর্ধ- নারীশ্বর বেঁচে থাকতে চায় -শীত, গ্রীষ্ম, বর্ষা বা বসন্তের রাতে!
সে তো বার বার জীবনের ঋতু চক্রে ফিরে আসে!
ফিরে ফিরে আসে…..