স্বপ্ন সাথে গল্প ফুরিয়েছে,
-দেসা মিশ্র
ক্ষুদে চাষী, মাঠ জুড়ে রঙিন ধান এইতো সোনালী স্বপ্ন ছিলো,
ছোট্ট মেয়ে শিখবে লেখা পড়া।
নিতিন বাবুর পাহাড় মন,
সেই জমি বড্ড ভালো,- চোখ যে লোভে ভরা।
মা শুধু তার ইচ্ছে বোনে কাজের ফাঁকে ফাঁকে,
মেয়ে কে তার করবে মানুষ, – সুনাম করবে লোকে।
ছোট্ট মেয়ে আকাশ দেখে,রোদের সাথে খেলে,,
বাবা তাকে গল্প বলে নীরব রাত্রি কালে।
শাক ভাতে দিন কেটে যায় তাও তো তারা সুখী,
সবার জমি হরফ করেও নিতিন বাবু দুঃখী।
ক্ষুদ্র চাষী সবই জানে, রইবে না আর জমি,
স্ত্রী ও জানে খুব শীঘ্রই নিঃস্ব হবে স্বামী।
তবুও তাদের হাসতে হয় ছোট্ট মুখ চেয়ে –
কি করে মানুষ হবে তাদের সোনা মেয়ে?
রাতের আঁধার চিরে কান্না গুলো,
ফিকে হয় দিন,,
স্বপ্ন যতো ধূসর হয় বেশ ছিল রঙিন।
হাতে পায়ে অনেক পরে, মনের কথা বলে,
পাহাড় সেতো নয়কো মোম, যাবে না সে গলে।
উল্টে বলে নিতিন বাবু ঘর ও নেবো কেড়ে,
দূর হ তুই দূর হ আমার এ গ্রাম ছেড়ে।
ছোট্ট মেয়ে আড়ালে থাকে জানেনা জীবন ব্যথা,
গল্পেরা সব হারিয়ে গেলো, ফুরালে সব কথা।