যা বলতে চাইলাম
-অযান্ত্রিক
যা তোমার ভেতর থেকে উঠে আসে,
যার হাত ধরে তুমি সূর্যকে চেনো সূর্য বলে,কিংবা,
রাত,ঝড় বৃষ্টি,শিশির ,সেটাই প্রকৃতি।
তুমি ক্লান্ত হলে, তৃষ্ণার্ত হলে ,ভাবো নদীর কাছে যাই
দু হাত পেতে শুধু করুণাই চাই।
তুমি মেঘের দিকে চেয়ে চেয়ে,মখমল ভেবে
দিগন্তের দিকে গেছি ধেয়ে।
পাখির কাছে ছুঁড়ে এসেছি উড়ে যাওয়া মন,
তুমি ব্যথিত হৃদয় বয়ে, গেছ পাহাড়ের কাছে
অস্ফুটে চেয়েছো করুণা ভিক্ষা পাত্র হাতে।
কতবার ,নীরবতার প্রতিবর্ত ক্রিয়ার খোঁজে,
জঙ্গলে পথ হারিয়েছো সহজে।
রুক্ষ বনস্পতি ফাঁকে রেখেছো আর্তিটাকে,
চেয়েছো মুক্তির সরল জানা পথ, ঝরাপাতার ঘাসে।
এটাই প্রকৃতি, বোধ, যেটা মনের ভিতর থেকেই আসে।
এর বেশী কিছু নয়।