কবিতা

কবিতা- বনভোজন বনাম পিকনিক

বনভোজন বনাম পিকনিক
-রেহানা দেবনাথ

 

 

এই লাল্টু,সোনা,ছোট্টু,বুড়ি,মানু আর রাজ
চল না সবাই বনভোজন খেলা খেলি আজ,
পোড়ো বাগানের কিছুটা জায়গা করে পরিস্কার
লাঠি পুতে পাতা দিয়ে বানাবো মোদের রান্না ঘর।
সবাই আনবি দুমুঠো চাল আর একটা বড় আলু
নুন,তেল আর কলাপাতা আনবি নেপু আর লালু
রানু,বুড়ি আর কালু কুড়িয়ে আনবি শুকনো কাঠ
মৌ আর রানী জল আনবি পেরিয়ে খেলার মাঠ।
রহিম তুই একটু বেশি করে আনিস মুসুর ডাল
আমি আনবো আচার,পেঁয়াজ আর কাচা ঝাল।
চল চল এখন সবাই যে যার কাজে বেরিয়ে পড়ি
সব কিছু নিয়ে চলে আসবি বাগানে তাড়াতাড়ি
রাম আর সেলিম খবর দিয়ে দে বাকি বন্ধুদের
বন ভোজন করবো সবাই আনন্দ হুল্লোড় করে।

হঠাত্ কিসের শব্দে ভেঙে গেল ঘুম
দেখি লেগেছে ঘরেবন ভোজনের ধুম!
চলছে বুকিং রিসর্ট,গাড়ী আর ক্যাটারিং
হারিয়ে গেছে সেই শৈশবের বন ভোজনের দিন!
সরলতা ভুলে আমরা হয়েছি বড্ড আধুনিক
তাই তো বনভোজন এখন হয়েছে পিকনিক
সামান্য খাবার খেয়ে করতাম অনেক আনন্দ
এখন খাদ্যের তালিকায় থাকে ভালোমন্দ!
তার সাথে থাকে দুর্ভেদ্য শব্দদূষণকারি গান
বড়দের মাংস আর মদেতে চলে কম্পিটিশন ।

Loading

2 Comments

Leave a Reply to রীণা চ্যাটার্জীCancel reply

You cannot copy content of this page