Site icon আলাপী মন

কবিতা- বিরহ বিলাস

বিরহ বিলাস
-আব্দুর রহমান

 

 

চলার পথে খাল বিল মেঠো কলমী ফুল
আকাশ ঝেঁপে বৃষ্টি তোমার স্নাত উন্মুখ মুখ
ডাকের অপেক্ষার প্রাক মুহূর্তে সম্মোহিত সাক্ষাৎ
আর কখনো দেখেছি বলো , বিরহ যাপন প্রহর
সাজিয়ে রেখেছ নিরন্তর দুর্গা ঠাকুরের সাজের সুবাস
আর কী রয়েছে তা তোমার সপিং মলের টপের বিন্যাসে

পুজোর কটা দিন খুঁজতে খুঁজতে বিরহে কাটায়
তোমার অভ্যাস সুন্দর হাসি খুশির ডালায়
নৈবেদ্য অর্ঘ্য নিবেদন জীবন যাপন
ঘরের আলোয় উদ্ভাসিত তোমার মুখ

বলো… 

‌কলেজ কলেজে মুখোমুখি হাতে হাত চোখে চোখ
কী বাসনায় তৈরি দুটি মন করে আনচান
মনে হয় সেই সত্যিটা আজ বিরহ বিলাস
মনে হয় বিরহ যাপন ঘিরে থাকে বেশি
এ চলার পথে…. 

Exit mobile version