কবিতা- ভারতের মানচিত্রে দেখব স্বাদু আদৃতা তোমায়

ভারতের মানচিত্রে দেখব স্বাদু আদৃতা তোমায়– আব্দুর রহমান     চৈত্রের ভরদুপুরে সবুজ পাতায় ভারতের মানচিত্রেতোমার বাসন্তী রঙের আঁচল লেজ ঝুলা পাখির মতোদুলতে দুলতে আমার বুকের কাছটায় দেয় স্বপ্ন দোলাকত যুগের ভোরে ঋষির কমল্ডুলু থেকে তোমার সুরতিবিমনা সাথীর সঙ্গে করে পরিমলে সঞ্চারণএবেলা ওবেলা করে আঁচল দিয়ে মুখটি কেনো ঢাকোমেনকার যৌবনে ভেসে যায় অমরত্বের তপস্যাআমি তোমার […]

কবিতা- প্রেম শূন্য হৃদয়ের মাঝে

প্রেম শূন্য হৃদয়ের মাঝে– আব্দুর রহমান     প্রেম শূন্য হৃদয়ের মাঝে এক আগন্তুক তুমিতোমার অন্তরে তাই যন্ত্রণা আর হিংসার বীজরিরংসার আয়নার তোমার কাছে নারীদেহভোগের স্বাদ নিতে মেয়েটির নেশায় আড়াল আবডালে যন্ত্রণা নেই ,আছে হিংসাস্বপ্ন মুড়ি নিঃশব্দে বিদায় নেয় দুঃসহ পতনের পাশে ক্লান্ত চোখে নেমে আসে নষ্ট জীবনের অতীতএখন শুধু ধূসর যাপন প্রেরণা যোগায় নিয়ত […]

কবিতা- বিরহ বিলাস

বিরহ বিলাস-আব্দুর রহমান     চলার পথে খাল বিল মেঠো কলমী ফুলআকাশ ঝেঁপে বৃষ্টি তোমার স্নাত উন্মুখ মুখডাকের অপেক্ষার প্রাক মুহূর্তে সম্মোহিত সাক্ষাৎআর কখনো দেখেছি বলো , বিরহ যাপন প্রহরসাজিয়ে রেখেছ নিরন্তর দুর্গা ঠাকুরের সাজের সুবাসআর কী রয়েছে তা তোমার সপিং মলের টপের বিন্যাসে পুজোর কটা দিন খুঁজতে খুঁজতে বিরহে কাটায়তোমার অভ্যাস সুন্দর হাসি খুশির […]

শীলমোহর

শীলমোহর -আব্দুর রহমান     উঠোনের পাশের এই লাউ মাচা , ধোলি গাই আর দেখা আমার বারণ ,শৈশবের স্নাত নদী আমাকে আর ডাকবে না বনের মাথায় একাদশী জোছনারা রূপালী ছোঁয়ায় আদর করবে না শাল প্রাংশুকে অনাগত কাল কোন শংকায় ফিরে ফিরে বুকের ওপর পাহাড় হয়ে শ্বাসরোধ করবে আমার শূন্য দৃষ্টি চোখের তারাকে বাজারি মাছের চোখ […]