Site icon আলাপী মন

কবিতা- ভিড়ের মাঝে

ভিড়ের মাঝে..

-দেসা মিশ্র

হাজার আলোর স্রোতে তুই হারিয়ে গেছিস বহু আগে,
আমি বুঝেও থেকেছি না বুঝে।
শুধু বারে বারে নিজেকে ভুল বুঝিয়েছি সুন্দর ভাবে।
আর অপেক্ষা করে গেছি আগুন পাখি হয়ে,
হারিয়ে যাওয়ার কথা তো হয়নি কোনো দিনও, কথা হয়েছিলো সুখ পাখি হব দু’জনেই।
আকাশ টা শুধু হবে দু’জনের, পৃথিবীর বুকের সব প্রেম দু’টি হৃদয়ে, আর কোনো পুরুষ নেই, নেই কোনো নারী।
কখনো সাদা তুলোর মতো উড়ে গিয়ে রঙ ধনু হব দু’জনে,
কখনো বা ঘাস ফুল সেজে পথের দু ধারে পথিক দের জন্য প্রেমের কবিতা আঁকবো। কখনো বা তুষার ঢালা পাহাড় চূড়ায় উষ্ণ চুম্বন।
আচ্ছা তোর মনে পড়ে?তোর খুশির দিনগুলোতে তুই একটা করে চিরকূট লিখতিস আর সেগুলো রাখতিস একটা ছোট্ট কাঠের বক্সে, আর যে চিরকূট গুলো তে মন খারাপের কথা লিখতিস সেগুলো সব আমি আমার কাছে রাখতাম খুব যত্ন করে,
আমার বেশ মনে পড়ে অনেক দিন আগে আমার কাছে রাখা তোর লেখা একটা চিরকুট আমি হারিয়ে ফেলেছিলাম আমি খুব কেঁদে ছিলাম সেদিন, পরে যখন সেটা আমার বালিশের তোলাতে খুঁজে পাই, কি জানি কখন দেখতে দেখতে ঘুমিয়ে গেছিলাম।

আচ্ছা তোর মনে আছে যেদিন তুই গিটারে নতুন গান তুলেছিলি ‘ভালবাসি ভালবাসি’,সেদিন সন্ধ্যা তে খুব জোরে বৃষ্টি পড়ছিল।
বৃষ্টির প্রতিটা ফোঁটা পাতার নীল রঙ নিংড়ে নিয়ে তোর গিটারের তারের উপর আছড়ে পড়ছিল।
তুই শুনতে পাসনি হয়তো সেদিন আমিও দুটি চোখ বুজে বলেছিলাম ভালোবাসি ভালোবাসি ।

ছোট্ট ছোট্ট সব কথাতে আজও তোকে বারে বারে মনে পড়ে, আমি ছেঁড়া পালকের মতো নিজের বাসা হারিয়ে ছন্দ হারা।
আমি কোনো দিন ভাবিনি জানিস আমাদের দিন গুলো হারিয়ে যাবে এমন একটা অন্ধকার রাতে – যে রাত আর সকালের জন্ম দেয় না।
তবুও কি একটা ভোরের স্বপ্ন দেখিনি আমি?
দেখেছি রে, খুব দেখেছি।
আমি বেশ পাগল আছি জানিস – পৃথিবী তার পথে হাঁটে ঠিক কিন্ত সে আমায় সাথে নেয় না রে তাই তো আমি হেরে যায় বার বার আর হারিয়ে দি সব কিছু, সব কিছু হারিয়ে যায় আমার কাছ থেকে।আমি খুব অগোছালো কিছুই গুছিয়ে রাখ তে পারি নি আর তোকেও।
যখন খুব কষ্ট হয় তখন তোর চিরকূট গুলো দেখি, কিন্তু সেগুলো তে আর কষ্ট লেখা নেই – সব ধুয়ে গেছে নোনা জলে।
শুধু সাদা কাগজ গুলোকেই আঁকড়ে রেখেছি বুকে।
মাঝে মাঝে খুব যন্ত্রণা হয় মাথায় – বুকে।
কি ভীষণ কষ্ট,
তবুও তুই সেই কষ্টের মধ্যে সদ্যোজাত গোলাপ,
আমি পারিনা ভুলতে।
আরেকবার হাত টা ধরবি?
হেঁটে যাবি ওই ছায়াপথ অবধি?
অনেক ভিড়ে ভয় হয় খুব।
সব পথের মাঝে মাঝে নিজেকে খুব অসহায় লাগে ।
আরেকবার বলবি? নে হাতটা ধর চেপে, নইলে হারিয়ে যাবি তো।
দেখ আজ আমি সত্যি হারিয়ে যাচ্ছি, আর তুই ও নেই পাশে,
আমাকে খোঁজার মতো আর কেউ নেই।
খুব ইচ্ছে করে জানিস তো সত্যি করে চিরদিনের মতো হারিয়ে যেতে,
কিন্তু আবার মনে হয় তুই যদি আমায় খুঁজে না পেয়ে কাঁদিস,
যদি মন খারাপি চিরকূট লিখিস তবে কে জমাবে সেই চিরকূট?
তাই আর শেষ বারের মতো হারিয়ে যাওয়া হয় না।

তবে আজ আমার একটা ভালো বন্ধু হয়েছে সে আমাকে কেবলই ঘুম পড়িয়ে রাখে,কষ্টগুলো কে’ও।
আমি কি ভীষণ ভালো আছি তুই হয়তো জানিস না,
শুধু শরীরটা আস্তে আস্তে নীল হয়ে যাচ্ছে।
তোর মনে আছে?
যে কৃষ্ণচূড়া গাছের চারাটা আমরা দু’জন মিলে লাগিয়ে ছিলাম তাতে আজ অনেক কুঁড়ি এসেছে।
যদি ফুল পাঁপড়ি মেলে আর আমি চোখের, পাঁপড়ি না মেলি?
খুব ঘুম পাচ্ছে খুব খুব।
শুধু একবার গাইবি? ভালোবাসি ভা লো বা সি..

Exit mobile version