কবিতা

কবিতা- বরাদ্দ

বরাদ্দ
-সুজিত চট্টোপাধ্যায়

 

 

একটা কাক রোজ সকালে
ঝপ কোরে এসে বসে পূবের জানলায়
ওর জন্যে বরাদ্দ একটা বিস্কুট।
ঘাড় ঘুড়িয়ে দ্যাখে এদিক ওদিক
আওয়াজ তুলে জানান দেয়
তার উপস্থিতি কা কা কা,,,
ছোঁ মেরে ঠোঁটে
বাগিয়ে ধরে তার বরাদ্দ,
সাঁই সাঁই উড়ে যায় কোথায়
তার হদিশ কেবল সেই দিতে পারে।

আচ্ছা, ওকি ঘড়ির সময় বোঝে?
প্রতিদিন একই সময়ে, নিয়ম কোরে!
কি  জানি , হবেও বা, প্রকৃতির খেয়ালে।

আজও সে এসেছিল
নিয়ম মতো, ঘড়ি ধরে,
ঘাড় ঘুড়িয়ে এদিক ওদিক,
কা কা কা,,,,,
নেই, প্রতিদিনকার বরাদ্দ নেই।
বারবার জানান দিলো, কর্কশ শব্দে,,,
কা কা কা ,,,,,

ফাঁকা জানালা , প্রাণহীন নীরবতা
বিষাক্ত বাতাস জানিয়ে গেল,
বরাদ্দকৃত সবই শেষ হয় একদিন
ফিরতে হয় শূণ্য হাতে সব্বাইকে
বরাদ্দ শেষ হলে।

Loading

2 Comments

  • Anonymous

    আলাপী মন এর সকল শুভানুধ্যায়ী বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালবাসা শুভেচ্ছা

Leave a Reply to AnonymousCancel reply

You cannot copy content of this page