উপলব্ধি
-অতীশ দীপঙ্কর
পুরানো সে পুরানো যদি তা হয় হারানো,
প্রতিদিন শুধু দিনের শেষ বদলানো,
নতুন কব কি করে তারে,
যদি মুহূর্ত ফিরে না আসে ।
স্মৃতি যত থাক সিন্দুকে বিন্দু বিন্দু জমে,
তবু যেন টাটকা বাতাসে মরচে ধরেছে ।
যত্ন করে সাজাই তাক মনের ভেতরে,
পুরানো বই ধুলোয় নতুনের ভারে ।
চোখের পরশ মনের নগদ দোকানদার,
হাল খাতাতেই লেখা পুরানো দেনাদার।
চলমানতাই জাহির করে জীবনের গান,
চোখের পর্দা সরে অতীত হারায় দাম।
ফিরে এলেই ফেরে না পুরানো সেই সুর,
ভেসে ওঠে আকাশে জোড়াতালির চূড়।
আয়নাতে ফাটল যত আসে তত মুখ,
একটি মনে একটি মুখ তবেই না সুখ!
অতীত সঙ্গেই রইল পথ চেনাবে বলে,
তোড়ে ভেসে না যাই পুরানো গহ্বরে।
অতীতের সিঁড়ির ঢেঁকুর ভুলতে চাই,
যা হারালো চলার পথে কুড়াবো না ছাই।
মন খারাপের ডানা ধরে উড়তে মানা,
যতই চিলের ঠোঁট অতীত ধরা যায় না।