কবিতা- জীবন একটা অঙ্ক

জীবন একটা অঙ্ক
-সীমা চক্রবর্তী

 

 

জীবন একটা জটিল অঙ্ক
চলতে চলতে কষছি মোরা
দিন যাপনের প্রতিটি পাতায়,
কখনো মিল, কখনো অমিল
কখনো আবার শুধুই দেখি
আপোষ ভরা সাদা খাতায়।
যোগ বিয়োগের মাপকাঠিতে
বোঝা না বোঝার সন্ধিক্ষণে,
ভাজ্য আর ভাজক খেলা,
আজ যে আপন, কাল সে পর
থাকা না থাকার অলীক পথে
আসা যাওয়ার নিত্য মেলা।
লাভ ক্ষতির হিসেব নিকেশ
অতীত অধুনার চৌকাঠ ছুঁয়ে
ভবিষ্যতের খাঁচায় প্রবেশ,
একটা অঙ্ক ভুলের মাশুল
এপার ওপার ভাসিয়ে দিয়ে
চলার পথ সেখানেই শেষ।

Loading

Leave A Comment