
কবিতা- অভিমানী প্রশ্ন
অভিমানী প্রশ্ন
-পায়েল সাহু
কতটা ভালো বাসলে তবে পাগল হওয়া যায়!
কস্তুরীগন্ধা প্রেমে বুঁদ হয়ে মাতাল হওয়া যায় !!!
কতটা নিঃসঙ্গ হলে শুধু তাকেই ভাবা যায় ?
কতটা অভিমানী হলে অজান্তে অশ্রু পড়ে যায় ?
কতটা পথ চলতে হবে একা চরম নিঃসঙ্গতায়;
মরীচিকা বুঝি লজ্জা পাবে মিছে স্বপ্ন দেখায় !
জীবন ছোটে নদীর মতো মিশবে বলে মোহনায় ,
কতটা পুণ্য করলে তবে প্রিয়র সঙ্গে বাঁচা যায় ?
তীব্র বিরহ সয়ে অপেক্ষারা নিয়েছে বিদায়
তৃষ্ণার্ত ওই চোখ তবু বাঁধে বুক মিছে আশায় ।


6 Comments
Anonymous
অসাধারণ অভিব্যক্তি
Anonymous
অনেক ধন্যবাদ
রথীন্দ্রনাথ রায়
খুব খুব ভালো লাগলো, আপনার কবিতা আগেও ভালো লেগেছে।
পায়েল সাহু
অনেক অনেক ধন্যবাদ 😊
Anonymous
Darun👌❤️
পায়েল সাহু
অনেক ধন্যবাদ