কবিতা – বিবর্ণ যাযাবর

বিবর্ণ যাযাবর
– দেসা মিশ্র

 

 

রং পেন্সিলগুলো কাঁচা হলুদ রোদে ভেজেনি অনেকদিন,

তুমি তাকিয়ে ও দেখো না কান্নার আল্পনা ।
আঁধারে শুকিয়েছে তাদের মন।

কবি তুমি তোমার কল্পনা দিয়ে তৈরি করেছো নারী মূর্তি,

সৌন্দর্য ঢেলেছো তোমারই ঠোঁট আর চোখ দিয়ে।
কল্পনা থেকে বেরিয়ে এসে তুলি ধর আরেকবার।
ভিজে যাক নানা রঙে – প্রতিটি অঙ্গ।
তুলির আচরে প্রাণ পাক হাসি,
অবাক হবে তুমি।
না লেখা শব্দ – তবু কবিতার সৃষ্টি হবে হৃদয়ের গভীরে আরো গভীরে।
ঠোঁট দুটি কেঁপে কেঁপে বলে উঠবে – কে তুমি মানবী?
আমার অন্তরে অপূর্ব এ রূপ এর আবির্ভাব কিভাবে?
বেদনা জাগিয়ে রঙিন নূপুর বাজবে ছম ছম ছন্দে।
নিজের অজান্তেই বলবে ভালোবাসি।
আবার বলবে – মনের যে জাল থেকে বেরিয়ে এলে, সে মায়া জালে জরালে ফের কেন?
বেশ তো ছিলাম বিবর্ণ যাযাবর।

Loading

Leave A Comment