কবিতা

কবিতা- মনের আড়ালে

মনের আড়ালে
-চ্যাটার্জী অমল

 

 

নাওয়া খাওয়া তো দূর অস্ত
তুমি জানতে ওই বাড়িতে আমি যাবো না।
বিষাদের স্মৃতিগুলো এখনো বহন করে
গোলাপের গায়ে অবাঞ্ছিত গন্ধ। সুপরিকল্পিত
থেঁতলানো আলিঙ্গনে সম্পর্কের সুরত হয়েছে নষ্ট।

তুমি জানতে ওদের মতো আমি বিদ্যের বাবু মশাই নই
পালিশ করা আধুনিক সভ্যতার সুড়ঙ্গ ফুঁড়ে
ঠোঁটে এখনো বাসা বাঁধেনি বিশেষণের তীব্র বিষ।
পারিনা ওদের মতো ছলাকলায় কব্জি ডুবিয়ে
ছলচাতুরির বেসাতি।

পানকৌড়ির বাসনা নিয়ে অনাস্বাদিত সুখের সন্ধানে
লালসার লকলকে ছোবলে স্বীকার করলে ওদের আমন্ত্রণ,
স্বীকার করলে ওদের আতিথেয়তা, হয়তো বুঝেছিলে
ওখানেই প্রতীক্ষা করছে অনন্ত সুখের ইশারা ।

Loading

Leave A Comment

You cannot copy content of this page