কবিতা- অ- চেনা গল্প

অ- চেনা গল্প-চ‍্যাটার্জী অমল     প্রিয়তমা এ কেমন বিচার তোমার ?বিকেল ফুরোলেই কিশোরী জ্যোৎস্না যখন নিশানওড়াতো বাতাসের দুয়ারে , মনের ছোট্ট উঠোনে একবুক স্পর্ধা নিয়ে গল্প লেখার ছলে পেতে চাইতামতোমার ঘনিষ্ঠ সান্নিধ্য‌। প্রণয়ের গন্ধমাখা কিছুঅক্ষরে সাজানো যে গল্পের পটভূমি লক্ষ্মীর ঝাঁপিরমতো আগলে রেখেছিলাম বুকে। যদিও তোমারআভিজাত্যের বীজ থেকে জেগে ওঠা কর্কশউপেক্ষার চুম্বন অশ্বমধের ঘোড়ার […]

কবিতা- ধৈর্য

ধৈর্য–চ্যাটার্জী অমল     গজগজ করলেই তোমার মুখের ভূগোলটা কেমন যেনবদলে যায়।চলন বলন অবুঝ হয়ে ভাঙে বেসুরো পথ।দুর্বাসা মনে তেল সিঁদুর যতই চড়াও ভবি ভোলবার নয়,ব্যাজার মুখে যুদ্ধ করার ছবি সে তুলবেই।হয়তো ভরপেট্টা ইচ্ছেগুলো জোয়ালের ভারে ফিকেহয়ে যায় বলেই ভালোবাসার স্বপ্নগুলোও হয়ে যায় তেতো।   তালে তাল মিলিয়ে টপকাতে হয় সিঁড়ি। হিসেবের কড়িফসকে গেলেই হুঁস […]

কবিতা- লুকোচুরি

লুকোচুরি -চ্যাটার্জী অমল প্রকাশ্যে তোমার প্রশংসায় পঞ্চমুখ ওরা কারণ ওদের গুণের পদাবলীর প্রতিটি শব্দ বেশ নিয়ম মেনে ঝোলে তোমার মন্দিরের দেয়ালে ওরা জানে কাজটা তুমিই পারো বেশ নিখুঁত ভাবে। হৃৎপিণ্ডের সুরেলা স্পন্দনের সাথে সহনে-দহনে মিলিয়ে নিয়েছো ওদের সপরিবারে। উপাসনায় বুঁদ হয়ে ভজনা করো ওদের নামগান, আবদার করলেই অসামান্য হয়ে কবরীতে জড়িয়ে নাও ফুলের মালা। সাবলীল […]

কবিতা- যন্ত্রণার নীল থেকে

যন্ত্রণার নীল থেকে-চ‍্যাটার্জী অমল     মানিয়ে নিতে নিতে আর মানসম্মত রইলো নাআত্মসম্মান, দিনে দিনে অস্তিত্বের টানাপোড়েনেবুকের উঠানে জারি হলো বিলাপ আর দীর্ঘশ্বাস…দিনগুজরানে ক্লান্ত, অবসন্ন হৃদয় আচ্ছন্ন বুনো গন্ধে,একাকীত্বের মায়াবী প্রহরে বেলা অনেকটাইগড়িয়েছে, প্রতিদিন একটু একটু করে পুড়তে পুড়তেদিগন্তের দড়ি প্রায় ছুঁই ছুঁই, সমস্ত তার কেটে কেটেকেটে কেটে সকল সৌন্দর্য হারিয়ে অলস শরীরটাএগিয়ে চলেছে অন্তিম […]

কবিতা- অ- চেনা গন্ধ

অ- চেনা গন্ধ-চ‍্যাটার্জী অমল     প্রিয়তমা এ কেমন বিচার তোমার?সন্ধ্যা গড়ানো কিশোরী জ্যোৎস্না যখন তোমার কোলজুড়ে বসেএকফালি চুমু রেখে যেত দুধ সাদা শরীরে, তখন একটাগল্প লেখার ছলে প্রতিদিন পেতে চাইতাম তোমার ঘনিষ্ঠ সান্নিধ্য‌।যে গল্পের কুশিলব তুমি আমি আর ছিল আমাদেরচার দেওয়ালের সুখ সুখ ভালোবাসার নৈবেদ্য। যদিওআমাদের গল্পটা চার দেওয়ালে বন্দী হবার আগেইতোমার আভিজাত্যের কর্কশ […]

কবিতা- পরিণতি

পরিণতি-অমল চ্যাটার্জী     সেই ভুল আবার করলেপইপই করে বলেছিলাম কাক জোছনার ধারালো রূপেমশগুল হয়ে মজে যেওনা,পসরা সাজিয়ে বসত গড়তেভোরের ঢের সময় বাকী। নিদারুণ অবজ্ঞায় আমার কথাকেটে উলঙ্গ করলে। অতি উৎসাহে ইচ্ছেদের জাগিয়েমরিচিকার পিছনে ছুটলে আলো ভেবে আগুনের ডালিধরতে। সওয়াল জবাবে জীবনের কাঠগড়ায় ভাঙ্গবেতবু মচকাবেনা। অনুশোচনার ছিন্ন কুঠুরিতে প্রায়শ্চিত্তেরমধু ঢেলে শাপমোচন করলে ভুল সিদ্ধান্তের। ঘটনার […]

কবিতা- আমি বাঁচতে চাই

আমি বাঁচতে চাই -চ্যাটার্জী অমল শুনতে পাচ্ছ? মানব জাতি… আমার কথা শুনতে পাচ্ছ তোমারা… আর কতকাল? বলি আর ক-ত-কা-ল আমার হাত পায়ে শেকল পরিয়ে পথ দেখাবে অচেনা আলোয়? দু’হাত উজাড় করে সবকিছু নিয়েও এতটুকু কমেনি তোমাদের লালসার পরিমাপ! সেই কোন প্রত্নকাল থেকে কালো মেঘের বারান্দায় সলতে দিচ্ছে গভীর দূরভিসন্ধি, মরীচিকাকে আলো ভেবে রাষ্ট্রীয় বিজ্ঞাপনে দোল […]

কবিতা- তুমি ছিলে বলেই

তুমি ছিলে বলেই– চ‍্যাটার্জী অমল     ভেসে যেতেই তো চেয়েছিলাম,ভাগ‍্যের চিরসত‍্য ঘূর্ণনে চিরাচরিত ঝাঁঝালো মারপ‍্যাঁচআমি বুঝেছিলাম হাড়েহাড়ে।আশা ভরসার কাঁটাঅলা ঘৃণ্য ছলচাতুরির পাল্লায় পড়েনিজেকে ভাঙতে ভাঙতে বোধের পাদটীকায় দাঁড়িয়েচুপ ভঙ্গিতে সাজিয়েছিলাম ভবিষ্যতের রূপকাঠামো। জীবনের উঠোন জুড়ে চৌষট্টি কলার দিঘিতেতলিয়ে যাবার আগেই অকস্মাৎ বহুকালের জমাট তৃষ্ণায়অমৃতের নির্যাস নিংড়ে উন্মাদিনীর মতন এসে বলেছিলে,এই শুনছো তুমি… ভেঙে পড়োনা, […]

কবিতা- তুমি মুক্ত

তুমি মুক্ত– অমল চ্যাটার্জী     অবশেষে………হ্যাঁ অবশেষে ভাবনার দীপ্ত স্বরে তুমি দিলে আজ মুক্তি।জীবনের ক্যানভাস থেকে খসে যাওয়া কিছু পাপড়ির মতো,অবলীলায় ভালোবাসাকে দিলে বৃন্ত থেকে ছিঁড়ে,একটা সীলমোহরে বললে তুমি মুক্ত, তুমি স্বাধীন।একাকী প্রাসাদে ব্যাথার প্রহর সাজিয়ে দু’হাত পেতে নিলামঅগ্নিময় যন্ত্রণার কালসাপ। আয়ুর কঙ্কাল চোখে বৃদ্ধ তানপুরার নির্জন ঘরে স্মৃতির চাবিতে খোলেঅনাবৃত তালা। হাজারো ব্যস্ততার […]

কবিতা- মনের আড়ালে

মনের আড়ালে-চ্যাটার্জী অমল     নাওয়া খাওয়া তো দূর অস্ততুমি জানতে ওই বাড়িতে আমি যাবো না।বিষাদের স্মৃতিগুলো এখনো বহন করেগোলাপের গায়ে অবাঞ্ছিত গন্ধ। সুপরিকল্পিতথেঁতলানো আলিঙ্গনে সম্পর্কের সুরত হয়েছে নষ্ট। তুমি জানতে ওদের মতো আমি বিদ্যের বাবু মশাই নইপালিশ করা আধুনিক সভ্যতার সুড়ঙ্গ ফুঁড়েঠোঁটে এখনো বাসা বাঁধেনি বিশেষণের তীব্র বিষ।পারিনা ওদের মতো ছলাকলায় কব্জি ডুবিয়েছলচাতুরির বেসাতি। […]