কবিতা- শব্দ মালি

শব্দ মালি
-নীলকান্ত

 

তোমাদের একটা কথায়
       ……..কতই রঙ্গ করে খেলা,
ভাবনার চিন্তাজালের
         ……..বেষ্ঠনী হয় ফালাফালা ।
তোমাদের শব্দ কোনো
      ……..অর্থ ছাড়াও আঁকে ছবি
শব্দের ফুলবাগানে
        ………তাইতো জানি তোমারা কবি ।

আমার এ ঘরের যেমন
          ……..পড়ছে খসে পলেস্তারা
জানালার ফাক দিয়ে ওই
          ……..দেখতে পারি রাতের তারা ।
তেমনই বস্তাপচা ঘোর
          ……..পুরনো ভাবনা আমার
সূর্যের আলোর মত সোজা
           ………সরল প্রকাশ যে তার ।

প্রতিবাদে তোমারা যখন
      ………আন্দোলনে গড়ছ পাহাড়
আমি করি ঘরের কোনায়
          ………প্রদীপ জ্বেলে প্রার্থনা তার ।
আজকে সমাজে যার নেই
        ………কোন দাম কোনোই দাবী,
শব্দের ফুলবাগানের
           ………তাইতো মালি নইকো কবি ।

আমার এই বুনো ফুলের
        ………গন্ধে কারো ব্যাঘাত হলে
গুস্তাকি মাফ কর মোর
          ………মালি আমি যাইনি ভুলে ।
চালিয়ে কাস্তে আমি মূল
         ………থেকে তা করব উজাড়,
সেখানে ফুটবে জেনো কবি
              ………তোমার শব্দ বাহার ।

তোমার ওই ফুলেই পাবে
         ………নিত্য পুজা কাব্য দেবী
আমার এই অশ্রু জলেই
         ……..ধোওয়া হবে পাষাণ বেদী ।

Loading

Leave A Comment