কবিতা

কবিতা- খানিক দেরী হয়ে যায়

খানিক দেরী হয়ে যায়
-অযান্ত্রিক

 


সেবারেও এসেছিলে,অনুষ্ঠানের একদম শেষে,
বলে ছিলে ,”জানোই তো আমার খানিকটা দেরী হয়ে যায়”
মুখে মুখে বিলোতে ,বিলোতে ভালোবাসা,দেরী হয়ে যায়।
অন্য রকম ভালোবাসার মোহর লাগানো শরীরে,
ফুরিয়ে আসে আলো,
বাগানের দুর্বলতম গাছে দোলে নয়নতারা গতজন্মের হওয়ায়
জানি বলেই মানি,”তোমার খানিকটা দেরী হয়ে যায়”

আজও খোলা রেখেছি পান্থনিবাস,বাগানের রংচটা বেঞ্চি,
শূন্যতায় তরুণ পলাশ আপন উরসে,হেসে ওঠেছে,
কিন্তু ঝরেছে না পাতা।
যাদের সাথে কথা হয়েছিলো গত বসন্ত মেলায়,
কথা হয়েছিলো পাঁজরের মাঝে বন্দি করে রাখা,
অন্য রকম ভালোবাসার হীরের টুকরো দেখানোর ,
তারা সবাই এসে গেছে ,মঞ্চ প্রদক্ষিণা আলো ,বার বার নিস্ফল,
ভাবছে এই বুঝি তুমি এলে,এই বুঝি বললে,
“আমার খানিক দেরী হয়ে যায়”
আমাদের কান গত সতেরো বছর ধরে রয়েছে ,অপেক্ষায়।

Loading

Leave A Comment

You cannot copy content of this page