শুধু মৃত্যু আছে বেঁচে
– দেসা মিশ্র
রোজ একটা ছন্দ খুঁজি নতুন করে জীবন কবিতা লেখার জন্য।
ছন্দ মেলে না ঠিক হিংসা ঘৃণা আর লোভে।
তাল লয় হারিয়ে চোখের ঢেউ নীলচে হয় আরো।
তুমি নিঃশ্বাস নাও ফুলের পাপড়ি ছিঁড়ে,
আমি কেন ঘ্রাণ পাই পোড়া মাংস আর কিছু স্বপ্নের উড়ো ছাই এর।
আর শব্দ আসে না সাদা পায়রার ডানায়, পায়ে তার শিকল বাঁধা।
ডানা ঝাঁপটে ওড়ার ছন্দ ভুলে গেছে সে।
আকাশ মিশে গেছে আকাশে, শুধু ভেঙে গেছে কবিতার প্রতি টি রস রূপ ।
ছন্দ ডুবে গেছে – বিবেকের সাথে।
প্রাণ নেই কোনো প্রাণে,
বেঁচে আছে মৃত্যু শুধু মৃত্যু সবার মাঝে।