
কবিতা- শুধু ভালোবাসি বলে
শুধু ভালোবাসি বলে
– তমালী বন্দ্যোপাধ্যায়
মিছে বদনাম,জানা ছিলো সেও,
তাও পাশে থাকি ভালোবাসি বলে।
কত সযতনে যত্নের ছবি আঁকি।
রাঙিয়ে দিয়েছি পাতা।
তবুও যে তা বিবর্ণ হয়,
খসে যেতে চায় বৃন্তের মায়া।
ফুলও তো ঝরে,
সময়ও তো মরে।
তাও সময়ের হাত ধরি শক্ত মুঠোয়।
অবহেলা,অনাদর জমে থাকে বুকের গভীরে।
কথার বিষে ক্ষতের দহন জ্বালা।
সব ব্যথা রাখি লুকোনো পাতাল ঘরে।
অদেখার ভান করে এড়িয়ে গিয়েছি সব দেখাগুলো।
ভুলে যেতে চাই বেহিসেবী স্মৃতিগুলো।
প্রতিদিন জীবনের ঘর্ষণে কড়া পড়ে মনে।
হিসেব মেলেনা– অবশেষে ফাঁকিগুলো।
শুধু দেখি ভালোবাসা ফাঁদে পড়ে আছে।
তাই দুর্নাম নিয়ে শুধু ভালোবাসি বলে
ভালোবেসে যাই।


2 Comments
Anonymous
Bhalo.
Anonymous
ধন্যবাদ☺