কবিতা- মুক্ত ভালোবাসা

মুক্ত ভালোবাসা
-সঞ্চিতা রায়

 

ভাবনারা মোর ভেসে বেড়ায় তোমায় ভেবে ভেবে।
কল্পনাতে উড়ে বেড়াই তোমার সাথে সুখে।
শীতের রাতে উষ্ণতা হয়ে ছুঁয়ে যাও আমায়।
জীবনের এক খোলা বারান্দা তুমি।
দখিনা হাওয়া হয়ে স্পর্শ করো আমায়।
তবুও মন চায় না তোমায় কোনো বাঁধনে বাঁধতে।
ভাললাগে বাঁধনহারা এই মিষ্টি ভালোবাসাকে।
ক্ষণেকের এই কাছে আসার আবেশটাই থাক চির মধুর অনুভূতি হয়ে।
মাঝে মাঝে মন বড় অবাধ্য হয়।
চায় যে তোমায় নিবিড় ভাবে কাছে পেতে।
মন’কে শাসন করি আবার।
বাঁধনহারা ভালোবাসার মিষ্টি আবেশকে
শৃঙ্খলে চাইনা বেঁধে ফেলতে।
তোমার আমার এই মুক্ত ভালোবাসা
বাঁধনহীন হয়ে উড়ুক নীল আকাশে।

Loading

Leave A Comment