তবু আরো পথ বাকি
– দেসা মিশ্র
জানি হারিয়ে যাচ্ছি স্রোত থেকে আরো আরো নীল স্রোতে,
আঁধারের কোলে মৃত আয়ু,
মায়া যতো জড়িয়ে – দুর্বল মন, প্রবল যন্ত্রণা গুচ্ছ।
সৃষ্টির নিয়মে এতেই সুখ ও অসুখ।
কিছু পথ একাই চলতে চাই উদ্দেশ্যহীন, দায়িত্ব হীন,
দরজা বন্ধ বা খোলা – সামনের পথে – আঁধার কিংবা আলোয়।
পথের গায়ে পথের যাওয়া আসা,
পথিকের নামে সব ভালোবাসা।
সেটুকু শুষে নেবো। পরে থাক সব প্রাণ আপ্রাণ।
অবাধ্য চঞ্চল নদী হব আজ।