স্বপ্নের অলিন্দ বেয়ে
-দীপ্তিমান ভাণ্ডারী
স্বপ্নের অলিন্দ বেয়ে নেমে আসে
শুধু শুষ্ক বালুরাশি।
এখানে থমকে দাঁড়িয়েছে ব্যস্ত জীবন।
এখানে ম্লান মুখে ফিরে যায় ধ্রুবতারা।
শুধু হাহাকার, শুধু কান্না
ডেটলের, বরিকের,ভাঙা অ্যাম্পুলেরব
তীব্র বিষ বাষ্পে অসহ্য লাগে এখনও।
অন্ধকারকে মনে হয় বড় সুজন।
গভীর রাতে লুকিয়ে চুম্বনের ইচ্ছা হলে
জলছবি ভেসে ওঠে —-
তোমার হাসিমুখ,
বেঁচে থাকার আকাঙ্খায় উদ্ভাষিত।
বড় অসহায় বোধ হয়।
দুহাতে মুখ ঢেকে বাঁচি।
অসীম বিশ্বের মাঝে
দু’দন্ড শান্তিতে কাটিয়ে যাবার
ফুরসৎ নেই আমার তোমার কোনোখানে।
মুখোমুখি মৃত্যুদূত – নিষ্পলক।
আজ একাকী মনে হয়
কবে কার গেয়ে যাওয়া পুরাতনী সুরগুলি
বড় বিষাদ – করুণ।
স্বপ্নে দেখারও সাহস হয়না তোমাকে।।