কবিতা- আজ এ বসন্তে…

আজ এ বসন্তে…
-নীল ধ্রুবতারা (সত্য দেব পতি)

 

 

আমি বসন্ত বিলাপ শুনছি রাতের আকাশে,
একলা চাঁদ রাত জেগে আকাশে ভাসছে
রূপালী জোছনার আলিঙ্গনে।
পুবালী বাতাসে মাদুকরি করছে পশ্চিমের ধ্রুব;
দিনের আলোর ঝলকানিতে দেখেছি পলাশের রঙিন প্লাবন।
তোমার আসার পথে দৃষ্টি বিছিয়েছি সেই ঊষাকালে,
শিশির সিক্ত নগ্ন পায়ের চিহ্ন মিশে আসে বিকেলের পড়ন্ত উষ্ণ বেলাভূমিতে;
কথা ছিল তুমি আসছো ঠিক বসন্ত বিহারে-
তাইতো আজও আমি অপেক্ষা করছি নিশুতি নিঝুম রাতের যাপনে একলা মনে।

Loading

One thought on “কবিতা- আজ এ বসন্তে…

Leave A Comment