কবিতা- চন্দ্র গ্রহণ

চন্দ্র গ্রহণ
– মঙ্গল মন্ডল

 

 

ও পূর্ণিমা
তোমার চাঁদ বড়ই নিঠুর
আশা দেয় তবে কথা না দিয়ে
নিজেকে হারায়;

ম্লান করে অমাবস্যায় মৃত্যু নেয় ,
তার এতই মরণের সাধ
তবে কেন আবার ফিরে ফিরে চায়;

আবার ওই আকাশের কোণে
অন্ধকারে আপন মনে
উঁকি মেরে যায়;

এতই সাহস তার
উঁকি ছেড়ে ফেরে আবার
ওই তোমার দিনে
জ্যোৎস্না ভরে দেয়;

কি তার চালাকির ছলনা
যতই দিন যায় বুঝি না
ছিল শীর্ণকায় হচ্ছে অতিকায়;

বেয়াদপের সীমা থাকে একটু ,
তারা গুলো এড়িয়ে
তোমার কাছে শ্রেষ্ঠ হয়ে যায়;

ও পূর্ণিমা
তোমার জ্যোৎস্না
ম্লান হয়ে যায় যে,
ওই যেন চাঁদ যাচ্ছে ঢেকে ,
দেখো দানব আসছে ঝাঁপিয়ে;
তুমিও তো হারাচ্ছো নিজেকে,
এ কি চাঁদ হারালো নাকি,
জ্যোৎস্না তুমি ফিরে এসো
আমার চাঁদকে এনে দাও
দানবটারে তীর মেরে,
ফেরাও পূর্ণিমাকে
তার চাঁদ আমার চাঁদকে।

Loading

Leave A Comment