কবিতা- কদাচিৎ আমিও তোমার মতোই

কদাচিৎ আমিও তোমার মতোই

-অজয় চৌবে

 


কদাচিৎ আমিও তোমার মতোই করেছি নিখোঁজের ভীড়ে হারিয়ে যাওয়া প্রিয় স্মৃতিমুখের জোরদার গোপন তল্লাশী নিঃশর্ত,
কদাচিৎ আমিও তোমার মতোই রাগে অভিমানে একে অপরকে মুছে ফেলতে গিয়ে হয়েছি বারবার লজ্জাজনক ভাবে ব্যর্থ।
কদাচিৎ আমিও তোমার মতোই জীবনের পথে হাঁটতে হাঁটতে বুঝেছি ঠুনকো সম্পর্কগুলোর বিচ্ছেদ কখনোই পায়ের নীচে মাটি আলগা করতে পারে না,
কদাচিৎ আমিও তোমার মতোই নির্বাক মনোভাবে বোঝাতে চেয়েছি যদি পারস্পরিক বোঝাপড়ার থাকে অটুট মেলবন্ধন তবে দূরত্বে কখনোই সম্পর্কের অদৃশ্য বাঁধন ছিঁড়ে যাবে না।

Loading

Leave A Comment