কবিতা

কবিতা- তুমি নেই পাশে

তুমি নেই পাশে
– রুদ্র অয়ন

 

 

সকল দূরত্বের অবসান ঘটেছিল একদিন।
মিটেছিলো সব ব্যবধান।
হৃদয়ের খুব কাছাকাছি
ছিল তোমার আমার বাস।

কতদিন কত প্রহর একসাথে চলেছি
হাতে হাত রেখে হেঁটেছি অনেকটা পথ।

প্রেমময় স্বপ্নে বসন্ত ছুঁয়ে থাকতো অন্তর মন।

ফুলে ফুলে সাজতো প্রকৃতি,
কোকিলের কুহুতান
জানান দিতো আগমনী বসন্তের।

বেশ লাগতো গোধুলি লগ্নে
আবীর রাঙা সূর্যটাকে
আপন বেগে বয়ে চলা নদী।
ভাল লাগতো চাঁদ- জোছনা
কিম্বা প্রাকৃতির শোভা।

স্বার্থের প্রয়োজনে সহসা একদিন
ছেড়ে গেলে আমায়!
জীবনের বাঁকে বাঁকে
এঁকে দিলে দূরত্বের প্রাচীর!

এখনও বসন্ত আসে
কোকিলেরা গান গায়
ফুলে ফুলে সাজে প্রকৃতি।
গোধূলি লগ্নে পশ্চিমাকাশে
আবীর ছড়ায় রক্তিম সূর্য।
রাতের আকাশে
আজও চাঁদ ওঠে
জোনাকিরা গেয়ে যায়
জোছনার গান।

তবু আমাকে ঘিরে থাকে
একরাশ শূন্যতা।
সবই আছে আগের মত
শুধু তুমিই নেই পাশে।

Loading

One Comment

Leave A Comment

You cannot copy content of this page