
কবিতা- বদলে যায় সময়
বদলে যায় সময়
– রুদ্র অয়ন
গঙ্গা ফড়িঙের পেছনে
ছোটা হয়না বহু দিন,
কি যে এক মিছে মায়ায়
জীবনের পেছনে চলেছি ছুটে!
এখন আর সম্পর্ক গড়া হয়না।
সম্পর্কের মাঝে শোনা যায়
ঝরাপাতার মত মর্মর ধ্বনি!
কুল ভাঙা নদীর মত
ভাঙে জীবনের এপার ওপার!
দিন পাল্টায়,রং বদলায়
বদলে যায় সময়
বদলে যায় জীবনের প্রেক্ষাপট!
বদলে গেছি আমিও বদলায়নি শুধু –
আমার ভেতরের সেই আমিটা।

