
কবিতা- আজি এ বসন্তে
আজি এ বসন্তে
-পাপিয়া ঘোষ সিংহ
বসন্ত এসেছে দ্বারে ঋতুর নিয়মে,
ভ্রমরের গুঞ্জন ফুলেদের প্রেমে,
লাল,নীল, হলুদ ফুটে শাখে -শাখে,
কোকিলের কুহুতান, রাঙা অনুরাগে।
প্রকৃতি সেজেছে ঠিক, নববধূ সাজে,
গুনগুন, কলতানে সুরধ্বনি বাজে।
আমগাছে ডালে ডালে মুকুলের ভীড়ে,
গর্ভবতী লাজে নত,আগমীর তরে।
অগ্নিবীনার সুরে মেতে ওঠে সবে,
এসেছে বসন্ত দ্বারে, রাঙা অনুভবে।
ভোলায় বিদ্বেষভাব, বলে ভালোবাসো,
বিভেদের জাল ছিঁড়ে কাছাকাছি এসো।
আজি এ বসন্তে প্রেম জাগে মনে,
মেতেছি মনের মেলায় আবিরের সনে।
রঙে রঙে রাঙা মন, ছুটি পেতে চাই,
মুক্ত গগন মাঝে,ডানা মেলি তাই।
আমার মনের রঙ দিলাম তোমাকে,
তোমার রঙিন মন ছুঁয়ে যাক তাকে।
মনখারাপের মেঘ,দখিনা বাতাসে
উড়ে গিয়ে,সুখের খবর নিয়ে আসে।
এসো আজ সবে মিলে মাতায় ভূবন,
বসন্তের রঙে রঙে রঙিন হোক মন।


One Comment
Anonymous
বসন্ত শুভেচ্ছা আলাপীমন পরিবারের সকল কবি,সাহিত্যিকদের।