কবিতা- আগুন স্রোত

আগুন স্রোত
– দেসা মিশ্র

 

 

হারিয়ে গেছে চেনা রঙ রোদ আলাপ, আবারো ঠোঁট দুটো ফুলে ওঠে কান্নায়,
কদমের পাতায় পাতায় লেখা চিঠি ভিজে যায়,
মনের অনুভূতি ধুলো কাদা মেখে ক্লান্ত ভীষণ।
চিলেকোঠা তে মুখ গুঁজে কান্না’রা ।অবহেলা গুলো কুড়িয়ে কুড়িয়ে- আগুন স্রোত,
রোজ স্নান করে দেহ মন,,
প্রশ্ন গুলো সব প্রশ্নই থাক না – জীবনের শেষ বিন্দুতে ও।
সবটুকু উত্তরে, – ভাবনার মৃত্যু।।
অস্পর্শ মিলন আর শর্তহীন ভালোবাসা।।
যেদিন ক্লান্তির সন্ধ্যা নামবে দেহ জুড়ে, –
একটি কবিতা উপহার দিও –
আমি নিস্তেজ, কোলে মাথা রেখে – অনন্ত নিদ্রায় লীন হব।

Loading

Leave A Comment