কবিতা

কবিতা- তাই তো একা রই

তাই তো একা রই
– সীমা চক্রবর্তী

 

 

যবনিকা যখন টেনেছো অকালে, আমাকে করেছো দূর
আর তো ফিরে পাবেনা আমায়, বুকে চুরান্ত ভাঙচুর।

বর্ষার কত অঝোর ধারা ঝরেছে নিষ্প্রাণ নিথর চিত্তে,
পাথর হয়েছে প্রতিটি মুহূর্ত, চেতনা বিহীন জীবন বৃত্তে।

অভিমানী মনের প্রেম – সম্পদ, অযত্নে ভীষণ ফ্যাকাশে,
অনন্ত কালের কৃষ্ণ – বারিদ, জমাট হয়েছে নীল আকাশে।

আঁধারের রঙ নিয়ে আলোর নিচে বেশ তো ভালোই আছি
আর তো কখনো পাবেনা আমায় হৃদয়ের কাছাকাছি।

অনেক ব্যথাকে করব দিতে ভিজেছে আকাঙ্ক্ষার ফসল
পাওয়া-না-পাওয়ার শেষ প্রান্তে র’য়ে গেছি আজও অবিচল।

উড়িয়ে দিয়েছি সুখ-স্মৃতি ক্ণা, বিবর্ণ হাওয়ায়
অনড় হৃদয়ে নিয়েছি শপথ, অন্য এক অরুণিমায়।

অযাচিত আঘাতে স্তব্ধ হিয়া, কু-মেরুর মতো শান্ত
নেই – রাজ্যে আস্তানা দূরহ, বোকা মন যদি জানতো।

জীবন এখন পুড়ে খাক্ হোক্, তবুও বিচলিত নই,
আমার আমি কে বাসবো ভালো, তাই তো একা রই।

Loading

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>