কবিতা- তুমি মুক্ত

তুমি মুক্ত
– অমল চ্যাটার্জী

 

 

অবশেষে………
হ্যাঁ অবশেষে ভাবনার দীপ্ত স্বরে তুমি দিলে আজ মুক্তি।
জীবনের ক্যানভাস থেকে খসে যাওয়া কিছু পাপড়ির মতো,
অবলীলায় ভালোবাসাকে দিলে বৃন্ত থেকে ছিঁড়ে,
একটা সীলমোহরে বললে তুমি মুক্ত, তুমি স্বাধীন।
একাকী প্রাসাদে ব্যাথার প্রহর সাজিয়ে দু’হাত পেতে নিলাম
অগ্নিময় যন্ত্রণার কালসাপ।

আয়ুর কঙ্কাল চোখে বৃদ্ধ তানপুরার নির্জন ঘরে স্মৃতির চাবিতে খোলে
অনাবৃত তালা। হাজারো ব্যস্ততার ভিড়ে সুর নিয়ে আর সুরমোহন হয়নি
অতীত বসন্ত।
জীবনের যোগফলে সময়ের নামতা খসা দিন মাস বছরের
জঞ্জাল বয়ে সে ক্লান্ত। স্মৃতিশালার ধুলোমাখা দেরাজে
হারগিলে স্মৃতিগুলো ছবি আঁকে বেসুরো হওয়ার যন্ত্রণার।

সম্পর্কের পাঁজরে বেশরম প্রতীক্ষার ধারাপাতের হল অবসান,
প্রজাপতির ডানায় ভর করে একাকী স্বপ্ন ছোঁয়ার আকুল আকুতি
হারিয়ে যায় বোহেমিয়ান চাঁদের বিরোহী গল্পে।
রাত শেষে কত স্বপ্নের বাসর হারিয়ে গেল নির্বাক দীর্ঘশ্বাসের একমুঠো কুয়াশায়।
কফিনে যতনে শয়ান একটা স্বপ্ন ছোঁয়ার অসমাপ্ত কবিতার শিরোনাম
“তুমি মুক্ত” ।।

Loading

Leave A Comment