কবিতা- নিষ্ঠুর বিদায়

নিষ্ঠুর বিদায়
– সুজিত চট্টোপাধ্যায়

 

 

কিছুতেই বুঝতে দিসনি তো
চলেই যাবি!
সাতাশ বছর, মাত্র সাতাশ,
আলো দেখালি রঙধনু
স্বপ্ন সুমধুর এখনো হৃদয়ে।
আচমকা পাহাড়ের আড়ালে
অস্তমিত সূর্য দ্বিপ্রহরে।

এখানে এখন অন্ধকার আর হাহাকার।
কিছুতেই জানতে দিসনি তো
এমন করে শোক সাগরে ভাসাবি
মায়ার বাঁধন ছিঁড়বি, কেন রে!

এলি কেন তবে, মাতৃক্রোড়ে
একরাশ স্নেহ মমতাভরে, আলো করে!
এইভাবে হারিয়ে যাবি বলে, না বলে?
কান্নাও নিয়েছে ছুটি, মেঘ হয়ে গেছে
চলে গেছে তোরই সাথে,
কি জানি, হয়তো তোরই চোখের মাঝে।

Loading

Leave A Comment