কবিতা- প্রতিহিংসা

প্রতিহিংসা
-অযান্ত্রিক

 


প্রতিহিংসার একটা নেশা আছে নিলোফার,
যেমন,পান পাত্র হাতে নিয়ে টলমল করে ওঠে মানুষ,
মাথায় চড়ে ওঠে, রক্ত, নেশা! নেশা বোঝো নিলোফার?
নিজেই পাক খায় আবেগের জোয়ারের মাঝে ,
যেন বান ডাকা নদীতে ভেসে যাওয়া মাঝিহীন শালতি।
ঘুরপাক খায়, ক্ষমা চায়, ঈশ্বর নয়, সেই সব মানুষের কাছে,
যাদের বুকে হাত ডুবিয়ে অনায়াসে একদিন উপরে এনেছে হৃদয়।
ক্ষমা চায়, নারীদের কাছে, ফুলের কাছে ,
তবুও, প্রতিহিংসা চায় বদলা।
যারা কোনোদিন প্রেমের নামে ,
মেয়েদের চোখ থেকে ঝরিয়ে ছিলো রক্ত,
মুঠোর মধ্যে নিয়ে চেপে ধরেছিলো মোহগ্রস্থ নারী শরীর,
পাঁজরের ফাঁকে ফুটে ওঠা
গোলাপের মতো হৃৎপিণ্ডের ফুল ছিঁড়ে আনে, কচলিয়ে ফেলে,
মাটিতে,দুপায়ে মাড়িয়ে এগিয়ে যেতে থাকে প্রতিশোধের আগুনে।
তাদের মৃত্যু নেই নিলোফার, শেষ শ্বাসের আগেও এরা,
পুরুষ্ট ঠোঁটের উপরে বসায় ঠোঁট, জংঘায় এঁকে রাখে কামনার ছবি।
তাঁদের, তুমি কি করে শেখাবে, প্রতিহিংসা শুধু কেড়ে নিতে পারে।
আর আজও মানুষের উপরির প্রতি লোভ কেটে যায়নি।

Loading

Leave A Comment