উনিশের বুকে
– ডঃ নীলাঞ্জন চট্টোপাধ্যায়
আঠারো আমায় করেছে তরুণ,
পুঁথি নয়, দিনপঞ্জিকা দিয়ে পাঠ-
জেনেছি প্রাজ্ঞ উনিশে, দামাল হৃদয়
আগুন জ্বেলে, মোছাবে আঁধার – রাত।।
অবহেলা মেনে, অপমান সয়ে,
উনিশই পারবে, সাঁঝ,রাত ছুঁয়ে-
ভোরের কপালে, রাজটীকা এঁকে,
দিতে এনেই সিংহাসন , দিনের বুকে।।
লাঞ্চনা, যত অন্যায়, ঘটে যায়;
উনিশের বুকে ততই বেজেছে
একশো হাতুড়ির ডঙ্কা, তীব্র নিনাদ-
আগ্নেয়গিরি সম, বুকে জমা প্রতিবাদ।।
উনিশ জেনেছে মানুষ হওয়ার পাঠ,
মুল্যবোধের সবটুকু বোধ নিয়ে-
উনিশ বুঝেছে, শিক্ষা পুঁথিতে নয়,
জীবনের পথ হেটে, শিক্ষা নিতে যে হয়।
মানবতা, ত্যাগ, ভালবাসা ; একান্ত সম্ভারে-
স্বর্গ- বেহেস্ত মাটিতে, উনিশই দেবে যে গ’ড়ে।
রনে, প্রেমে যে, নেই কোন বিধি বাম-
উনিশের তেজে নামে, মরুতে বৃষ্টি – বাণ।।
শুন্য যা কিছু, পুর্ণ করুক উনিশে-
রাজার নীতি তে, প্রজার মন কি মেশে!!
দেশাত্মবোধ, শ্রদ্ধা, সেবা, সহমর্মীতা- বিনে-
উনিশের কন্ঠ ভরেছে, ব্যতিক্রমী কথা, গানে।
পেরিয়ে অনেক সাগর,পাহাড়, মরুদেশে –
জীবন হয়েছে আরও রঙিন, গতিময়।
জীবনের তার, বেঁধেছি এবার উনিশে,
তাই এ জীবন, জানেনা কোন যে ভয়।
ঝড় প্লাবনে স্থির সে জীবন আজ-
সব বাঁধা ভেঙে, সে আরও বেশি বাঙ্ময়।
উনিশের চোখে ভরা সারল্য, ভীষণ করেছি সবুজ-
উনিশের মন আজও যে দেখি, শিশুর মতোই অবুঝ।
যে মন বাসতে জানে, ভীষণ করেই ভালো –
সে “উনিশ- মনেই” জ্বেলেছি দীপ,
আঁধার মুছে, আজ জ্বালাবো সকল আলো।