
কবিতা- এও এক ভালোবাসা
এও এক ভালোবাসা
-অমল দাস
জোয়ার-ভাটার খেলায় এক চোরা স্রোত
পাড়ে এসে ঘা দেয়,
ঘোলা জলে স্মৃতি ভেসে ওঠে ডানে বামে।
কল্পনার খাঁচায় বন্দী রেখে সুরে বাঁধি
আমরা নতুন আগামীর,
স্বপ্ন জমা করি ভালবাসার বর্ণালী খামে।
অলেখা চিঠির শব্দেরা ডানায় পাড়ি দেয়
ভিনদেশী এক গ্রামে,
ঘাস-শিশির পায়ে খোঁজে আপনের ঠিকানা।
প্রত্যুত্তরের প্রহর কাঁদে দীর্ঘ থেকে দৃশ্যহীন
আদি-অনাদি ছুঁয়ে,
এও এক ভালোবাসা, যে বাসার নাম জানিনা।
কলঙ্ক চাঁদের জ্যোৎস্নায় কৃষ্ণনিশি যৌবনের
নিষিদ্ধ আলোর স্নান,
মন মাতালের পাতাল ঘিরে দুর্বোধ্য শিলালেখ!
আশার প্রভাতী বন্যায় আধো উন্মোচন মাগে
মৃত্তিকাবৃত শায়িত শহর,
আগামীর দ্বারে পুষ্পবরণে ভালোবাসার অভিষেক।


6 Comments
Anonymous
বাসা খোঁজে ভালোবাসা
অমল দাস
একদম তাই। ধন্যবাদ আপনাকে।
dasbc57
মন দিয়ে পড়লাম। ভালো লাগলো।
অমল দাস
ধন্যবাদ আপনাকে
Anonymous
অনবদ্য
অমল দাস
ধন্যবাদ আপনাকে