কবিতা

কবিতা- তোমায়-আমায় মিলে

তোমায়-আমায় মিলে

-পাপিয়া ঘোষ সিংহ

 

 

যদি আঁধার ঘন কালো মেঘ নিয়ে কাছে আসো,
আমি বৃষ্টি হয়ে পড়বো ঝরে,বলবো ভালোবাসো।
তুমি যদি ঝড়ের মাতন হও, তান্ডব শুরু করো,
আমি পল্লবী হয়ে পড়বো নুয়ে পারলে তুলে ধরো।

তুমি আকাশ হবে আমার ,পাতবে বিশাল বুক,
আমি আলোর মালা হয়ে, তোমায় দেবো অঢেল সুখ।
তুমি উচ্চ পাহাড় হবে, রহস্যময় ,গভীর ইতিহাস,
আমি ঝরণাধারা হয়ে তিরতিরিয়ে করবো কথা ফাঁস।

তুমি অতল সমুদ্র হবে,ডাকবে গভীর গরজনে
আমি কল্লোলিনী নদী,মিশে যাবো তোমার সনে।
তোমার গভীর গহন বনে,উঁচু গাছের ডালে ডালে,
পক্ষী হয়ে কোরবো কূজন,আর নাচবো তালে তালে।

তুমি শীতের কঠিন বরফ,বড়োই শক্ত তোমার ধরণ,
আমি ভোরের মিঠি রোদ, তাপে গলাবো তোমার মন।
আমার বসন্তবাহার তুমি, আমি রঙিন পুষ্পরাজি,
তুমি ভ্রমর হয়ে চুষবে মধু, আমার জীবন তরীর মাঝি।।

Loading

Pages: 1 2

One Comment

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>