কবিতা- ফিরিয়ে নিলাম

ফিরিয়ে নিলাম
-রীণা চ্যাটার্জী

ফিরিয়ে নিলাম সব প্রতিশ্রুতি,
শর্ত, সব কথা।
বাঁধনটুকু উড়িয়ে দিলাম ভিড়ের
মাঝে, মুক্ত অঙ্গীকারে।
গুঁড়িয়ে দিলাম প্রাচীর, তুলেছিলাম
অভিযোগের কংক্রিটে,
অভিমানের নোনা পলেস্তরা ঝরবে
অবহেলার অশ্রুজলে।

ফিরিয়ে নিলাম সকাল সাঁঝের
সবটুকু ভালোবাসা।
সোহাগ বেলার কথা, রাত জাগার
সকল আদর- প্রহর।
নীরবতা সাক্ষী রেখে শত সহস্র
গভীর নিঃশ্বাসের শব্দ..
মুখবন্ধ মন খারাপের ধূসর খামে
ঘুমিয়ে থাক শীতঘুমে।

ফিরিয়ে নিলাম হৈমন্তী শিশির,
বসন্তের পলাশ,
বর্ষা রাতের ভেজা রজনীগন্ধার
কাঙ্খিত সৌরভ।
কুয়াশা ভোরের আবছা আলোয়
মুঠোয় ধরা হাত,
সাগর বেলায় কুড়িয়েছিলাম যত
ভালোবাসার ঝিনুক।

ফিরিয়ে নিলাম অনুযোগের পুরোনো
ছেঁড়া দস্তাবেজ।
ফিরে দেখেছি অলসতায়, নিঃসঙ্গ
অভিযাত্রার প্রতি পল..
ফিরে গেছি রোজ একটু একটু করে
শিথিল পা’য়ে,
ফিরিয়ে নিলাম তাই সব প্রতিশ্রুতি,
সব শর্ত, সব কথামালা।

Loading

8 thoughts on “কবিতা- ফিরিয়ে নিলাম

  1. ছন্দহীন তবু এত ঝঙ্কার সম্মোহিত করে রাখে প্রতি পদে যেন…

    1. অনবদ্য.……

    2. এটি ছন্দ কবিতা নয়। ধন্যবাদ

  2. bhalo….khub bhalo……kintu pray sab lekhar modheyei eto bishonnyota keno?jeno kono kichu na paoar bedonai bare bare fire asche lekhar moddhye……sokoler majhe thekeo je obosad dhora porche na karur kache…….hote pare amar bojhar bhul…….. agami diner jonno roilo onek onek subhechha.

    1. মনটা যদি আকাশ মনে করা যায়- তাতে নানান মেঘের ভীড়। কখনো শরতের, কখনো বর্ষার, কখনো কালবৈশাখীর। সব মেঘের আনাগোনার হরেক বাহার, যার চোখে যেমন রূপে ধরা দেয়। ধন্যবাদ সুহৃদ মতামত ও শুভেচ্ছার জন্য। আমার পক্ষ থেকেও শুভকামনা রইলো আপনার আগামীর জন্য।

Leave A Comment