কবিতা

কবিতা- মেঘ পিওনের ডাক

মেঘ পিওনের ডাক
-পাপিয়া ঘোষ সিংহ

 

 

আজকে ভোরে সূর্য শিখা দেয়নি আমায় দেখা,
মেঘ পিওনের ডাক শুনলাম, চোখ মেলে তুই তাকা!
মেঘের হাতে কে পাঠালো, বৃষ্টি দিনের গান,
বসন্তের আজ বর্ষা সাথে প্রেমের উপাখ্যান-
ছোট, ছোট মুক্তো দানা পড়ছে ঝরে,ঝরে,
রোদের আজ রাগ হয়েছে ,যায় না দেখা তারে।

টাপুর-টুপুর, বাদ্যি বাজে, কোকিলের গীত ক‌ই?
আমের মুকুল বৃষ্টি ছোঁয়ায় পড়ছে নুয়ে ঐ।
লজ্জাবতী অবনতা, ডালিয়া, মল্লিকা,
অপরাজিতায় ভরেছে আজ ছাদবাগানের শাখা।
উদাস আমি আকাশ পানে দেখছি মেঘের সাজ,
মনপাখিটার ডানা মেলে,উড়িয়ে দিলাম আজ,

পৌঁছে গেলাম একনিমেষে তেপান্তরের পারে,
ব্যাঙ্গমা-ব্যাঙ্গমীর সেই ভালোবাসার নীড়ে।
সেথায় পেলাম, আমার সূজন, বসন্ত-রোদ্দুর,
উদাস এ মন, প্রাণ পেয়েছে, প্রেমে – ভরপুর।
বর্ষা যেমন আজ এসেছে বসন্তের বুকে নেমে,
ঠিক তেমনই আমরা দু’জন,উঠব মেতে প্রেমে।

Loading

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>