Site icon আলাপী মন

কবিতা- তাই আজও হয়তো

তাই আজও হয়তো
– দেসা মিশ্র

 

 

চাঁদ গলে পরে রাত গায়ে, দেহ মনে নেমেছে ক্লান্তি।
মেঘের সিঁড়ি বেয়ে নেমেছি রজনীগন্ধা জুঁইয়ে, তুমি ভালোবাসো তাই।
দূরত্ব এক পৃথিবী – মনে মেশা মন,
আলো মাখা দুই চোখ জীবনের গভীর থেকে আরো গভীরে নিয়ে যায় – মুক্তির স্পর্শ।
রঙ তুলি খুঁজে যাই পথ জুড়ে, অথচ রক্তের নেশা লাগে দানবের।
সৃষ্টির গায়ে গায়ে ধ্বংস – মুখ গুঁজে শ্বাস নি কবিতায় ।
তাই আজও হয়তো…..

Exit mobile version