কবিতা

কবিতা- তুই ভাবছিস পরকীয়া..

তুই ভাবছিস পরকীয়া

-জিৎ সাহ 

 

 

তুই ভাবছিস পরকীয়া !
—আমি ভাবছি আমার একলা থাকার আলেখ্য তুই ।
আমি একলা থাকি যখন,
তুই আমার সেই একলাপনার অলঙ্করন ।
আমি ভাবছি আমার মত
তুই ভাবছিস তোর মত–

কেউ ভেবেছি কি এই হাজার মানুষের ভিড়েও কারো একলা থাকার যাতনা কত !
“যে যার,
সে তারই হবে—ইহ জনমে হোক বা পরজনমে।”
যদি তুই এই শব্দের কোলাজেই মূর্চ্ছা যাস,
তাহলে আমার পড়ার ঘরে ধূলো জমতে থাকা ছেঁড়া ডায়েরীর দুই মলাটের মাঝে
যারা নিশ্চিন্তে ঘুমিয়ে আছে,
একবারও কি ভেবে দেখেছিস তাদের কথা,
বুকের ভেতর কি অসহ্য ব্যথা
নিয়ে আজও নীরবই থেকেছে…
___তুই ভাবছিস পরকীয়া,
আমি ভাবছি ,
এই বৈতরণী পারের তুই যে আমার শেষ খেয়া…

Loading

2 Comments

Leave A Comment

You cannot copy content of this page