কবিতা- নববর্ষ

নববর্ষ
– নীলাঞ্জন চট্টোপাধ্যায়

 

 

একদিন ঠিক কালের নিয়মে,
পুরানো সকল যায় যে থেমে
তিনশো পয়ষট্টির গেরোর গ্রহনে
নতুনের আগমনে।
এসে যায় গুটিগুটি নতুন বছর,পুরনো পোশাক ফেলে
রাজার সিংহাসনে, নতুনের অভিষেকে-
রঙিন চোখটি মেলে –
সাজ সাজ রব, সরে যায় চৈতালি রাত,
অশ্রুসজল ম্লানমুখে।

এলো বৈশাখ এলো নবসাজে, পুরিয়ে যত আবর্জনা –
শেষ চৈত্রের রাত দিয়ে গেল যে অভিষেকের আল্পনা।
সে কবিতা, গান, ছন্দে, সুরে, ধ্বনিত যেন নতুন করে –
দীনতা সকল মুছে গেল, বৈশাখী এই উষার ডোরে।

আম্রমুকুল গাছে গাছে তার, নতুন সবুজ পাতা –
তেমন করেই হৃদয় বীণে, তন্ত্রী নতুন বাঁধা।
নতুন বছর, নতুন আশা, রক্তিম নীলাকাশ –
বৈশাখী রাতে শুকতারা, শোনাবে নতুন ভাষ।

Loading

Leave A Comment