কবিতা- তুমি কি আসবে

তুমি কি আসবে
– মঙ্গল মন্ডল

 

 

দিনের শেষে আলোর অভাবে চারিধার অন্ধকার নামে,
অমাবস্যায় চাঁদ হারিয়ে দৃষ্টিহীন দশা হল নিজ ভ্রমে;
কবি হওয়ার নেশা না করেও জমেছিল অযথা অহংকার,
ভাঙছে দৃষ্টি ভঙ্গি কাটছে কুজ্ঝটিকা তবু মিটছে না আশার দ্বার;
প্রভাতফেরী গান গায় ওই যে দূরে মাঠের পারে ছন্দ ধরে,
আমি শুনে কাঁদি, ও যে গাইবে না আর,যাবে ফিরে তার নিজ ঘরে;
রবিশশী নেই মোর আকাশে, হারিয়েছি লালসার বশে দিনের আবেশে,
গান না শুনি না গায়, কথা না শুনি না বলি, বধির আজ কণ্ঠ দেশে;
হারানো পথ খুঁজে বেরায় লুকোচুরি খেলায় রবিহারা চোখে,
তুমি কি আসবে? ছদ্মবেশে আমায় ভালোবেসে শশী হয়ে মোর সুখে;
একদিন সামনে ছিলাম, তুমিও ছিলে, শুধু ছিল না অবুঝ মন,
ছেঁড়া পাতা শেষ ডালে মরাগাছে ঝুলছে এখন
তবু দেখে তোমার স্বপন।
মরুভূমির মরীচিকা হয়েছো তবু ছুটেছি তোমায় চেয়েছি বালু স্তরে,
তপ্ত বাতাস আমায় ছুঁয়ে যায় থামেনি আশা, মরীচিকা আনবো মোর ঘরে।

Loading

Leave A Comment