Site icon আলাপী মন

কবিতা- সাগর

সাগর
– ডাঃ নীলাঞ্জন চট্টোপাধ্যায়

 

 

সেই ছোট্ট জলরাশি নিয়ে এক নারীহৃদয় ;
যার বুকে শুধু সবাইকে নিজের করে নেবার ইচ্ছে;
ভালবেসে সবাইকে হৃদয়ের মাঝে, জড়িয়ে রাখবার ইচ্ছে –
সে শুধু একটা নদী হতে চেয়েছিল,বহমান ভরা জোয়ারের এক নদী ;
যে পলি তার চলার পথে ছিল, এক হলুদ বিকেলে কোথায় যেন মিলিয়ে গেল–
আষাঢ়ের সকালে প্রথম কদম ফুটেছিল সেদিন।।

জোয়ারের কথা, তার জানা ছিল না কোনদিন;
নির্বাক, নিস্পন্দ সে চলা; মাসের পর মাস, বছর পেরিয়ে
আরও অনেকগুলো বছর, এমন করেই, অবিরাম বয়ে চলা ;
কিন্তু সে বয়ে চলা কি, তার নিজের জন্য!
হয়তো নয়, হয়তো বা শুধু একবার নিজের মতো করে,
সাগরকে ছুঁয়ে দেখবার বাসনায়।

নদীর একটি অবয়বের সাথেই, তার ছিল যত সখ্যতা
ভাটা! ভাটার উচ্ছ্বাস তার কাছে ছিল জোয়ার;
এক তুফানের রাতে সত্যিই জোয়ার এলো, তারপর ছোট্ট সেই থমকে যাওয়া নদীকে
সাগরের ঠিকানায় পৌঁছে দিল, অজান্তেই!
সেই মগ্নতা বুঝলোনা সাগর, নদী দুজনেই –
শুধু সবুজ,ধুসর, নীল, সব রঙ যে তখন মাখামাখি;
অভিন্নতায় যেন নতুন করে নদী তখন বাঙ্ময়-
সাগরের উত্তাল, উদার, প্রশস্ত বুকে।

Exit mobile version