
কবিতা- একলা সময়ে
একলা সময়ে
-সুমিতা পয়ড়্যা
সত্যি বলছি, আমি তোমাদের দেখতে পাচ্ছি
চেনা-অচেনার মাঝে যত কারিকুরি;
সকালের সূর্য শীতল জলের স্পর্শে
আকাশী রঙের সাথে সাগর যেথায় মেশে।
সমুদ্র সৈকতে আদরনীয় তরঙ্গায়িত ঢেউ,
ভেঙে সুন্দর সফেদ ফেনিলে মুগ্ধতার ঘোর!
অন্ধকার বিদীর্ণ বক্ষ চিরে চাঁদের আলোকমালা
সাগরসঙ্গমে সাগর তখন রূপে পাগল পারা।
তোমাদের হৃদয়ে আমার হৃদয়ে অসম্ভব এক সুখ,
কপিল মুনির মন্দির প্রাঙ্গণে যত ভক্তবৃন্দের মুখ।
চোখ বুজলেই সাগর, জল আর জল;
অবগাহনের কালে রঙিন স্বপ্ন অমর অক্ষয়;
তলিয়ে যাওয়া, মিশে যাওয়া চকচকে গুঁড়ো সোনা
বুক পকেটের ছত্রছায়ায় মুক্ত সংসারী মায়া।
হাত বাড়িয়ে ডাকছি তোমাদের মনেতে এক ছন্দ
আবার যাব অন্য কোথাও মুক্তির প্রশ্বাসে দারুণ এক গন্ধ।
কেমন হবে এবার যদি ছুঁয়ে দেখা যায় তিস্তা!
উড়ন্ত বিহঙ্গের মত দৃষ্টি থাক না তিয়াসা!


2 Comments
Anonymous
Very nice.
Anonymous
খুব খুবভালোলাগ। 👌