আলোর গান
– দেসা মিশ্র
পাতায় পাতায় জমেছে অসুখ,
ঝড়ে গেছে সবুজ স্মৃতি – শুকনো পাতা ঝরার দেশ।
মন খারাপের গান লেখে যায় জোনাকি,
তবুও শূন্যের দিকে চেয়ে হাতড়ে বেড়ায় গাঢ় নীল।
কবি তুমি বসে সাদা পৃষ্ঠার সামনে,
তোমার কলমের ওষ্ঠ শুষ্ক।
তোমার চোখে অলোকানন্দা।
তোমার জীবনে ঝড়।
সাদা পাতা জুড়ে অবশ আঙুল, অথচ চোখের জল এঁকে চলেছ পৃথিবীর আগুন যন্ত্রণা।
তুমি অন্ধ হতে চাইলে…
দশ দিকে হাহাকার অসহ্য চিৎকার মৃত্যুর – তুমি বধির হতে চাইলে।
আঁধারে পথ হারিয়ে যখন মৃত্যু চাইলে,
এমন সময় বিধাতা পুরুষ দু’ হাত ভরে ঢেলে দিলো অসংখ্য ফুলের বীজ,
সাদা পাতা সবুজ হল বীজ জন্ম দিল গাছ, চারি দিকে ফুলের প্রেম।
মিষ্টি ফল তোমার ক্ষুধা তৃষ্ণা মিটিয়ে দিলো।
তুমি নিখুঁত পুরুষ – প্রেমিক হলে আবার,
তোমার দু’ হাত জুড়ে শব্দ এলো এক আকাশ,
শব্দেরা মিলে মিশে একাকার- পৃথিবীর হৃদয় ভরে গেলো কবিতায়,
ছন্দে ছন্দে -নদী মাঠ পথ ঘাট, গাছের পাতায় আলো কেবলই আলো,
নতুন সূর্যে পুড়ে গেছে অভিশাপ।
আজ শুধু মুক্তি প্রাণে অপ্রাণে।
আজ অশেষ বসন্ত আলোর গানে।