যদি !
– অলোক শীল
আমার কবিতা-গল্প চুরি হয়ে যায়;
অন্যের নাম নিচে শোভা পায়,
আমি যে আধুনিকতায় সাজায় নি নিজেকে,
ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ আমার সবই ফিকে…
ঐ যে শেষ কাল লেখা গল্প
ওরা সত্যি আমার, কথা বলে অল্প সল্প,
কখনো মনে মনে ভাবি,
সঠিক মূল্য দিলে সব কটা বেচে দেবো
ধূলোয় ওদের ভালো লাগে না আর ,
কিছুটা বানান ভুল বাকিটা অর্থহীন
পাক না শোভা অন্যের নামে
ভালো লাগবে ,
স্বপ্ন ছিলো কাল রাতের,
যদি এমনটা হয়
তবে কারো হাসি ফোটে
কিন্তু !
ভালোবাসা আর কবিতাগুলো
আমার প্রাণের…