কবিতা

কবিতা- আকর্ষণ

আকর্ষণ
– মৈত্রেয়ী ঘোষ

 

 

অনেকেই স্বীকার করে না
বিচ্ছেদের চরম আকর্ষণী শক্তির কথা,
ক্যানভাস যতদিন রঙিন থাকে
প্রিয়জনের স্পর্শ ততটা জোরালো হয় না,

যতটা হলদে হয়ে আসা ফ্যাকাসে ক্যানভাসে হয়,
ঠিক যখন‌ই বর্তমান ডানা মেলে উড়ে যায়
অতীতের দেশে তখনই শুরু হয়
বিচ্ছেদের গোপন অভিসার,
সেখানে অভিমান থাকে, যন্ত্রণা থাকে
আর‌ থাকে একবুক ভালোবাসা,
শুধু থাকে না সেই প্রিয়জন
যাকে ঘিরে গড়ে ওঠে বিচ্ছেদের
ক্রমবর্ধমান আকর্ষণ।

Loading

One Comment

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>