কবিতা

কবিতা- ভোঁ

ভোঁ
-সঙ্কর্ষণ

 

 

আমরা আবার তেমন স্বপ্ন দেখবো
আমাদের কেবল ঘুমোতে দেওয়া হোক।
যোগাযোগ বন্ধ হ’লে তুমি-আমি মৃত হ’য়ে যাই…
ছেলেমেয়েদের খেলনা কারা সব কেড়ে নিয়েছে,
মা-বাবাকে গালাগালি করে, বৌকে নোংরা ইশারা।

বাবুয়ানি গরমের ইতিউতি পথ…
দু-দু’টি রুটির টানে বিষ হ’য়ে ঘুরি।
থাপ্পড়ে চটাপট শব্দরা আর হয়না তো, ব্যাথাদের
কোটি বুকে তালা মেরে রেখেছি, বেরিয়ে আসতে চায়
ছিঁড়ে ফেলে বহু আগে কেচে রাখা জামা।

যে সিঁড়ি ছোঁবোই ভেবে নিজেকে পিষেছি
সেখানে আগেই দেখি কী বিশাল এ ভিড়।
“বেরো তো” বলেনা কেউ, “দূর হ” রাগে ছুটে আসে
পেয়াদার লাঠি, যে জেগে আসলে তার ভাঙেনি তো
ঘুম, যারা তা দেখেছে তারা চোখ জেনো বোজেনি কখনও।

এখন ঘুমোতে দাও, পাতার ভেতরে হোক
অথবা বাইরে শুনি প্রবল আওয়াজ,
ওপরে হ’লোনা তাই চাকাকেই ওপরে চালিও…

খেলনা, গালিগালাজ
ঢেকে যাক রোগে ভোগা চাদরের নীচে।

Loading

Leave A Comment

You cannot copy content of this page